নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ আদালত পাড়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ২টায় বিএনপির যুগ্ম মহাসচিব ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও ঢাকা বিভাগের সমন্বয়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এই কর্মসূচীর উদ্বোধন করেন।
সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য একটি সুসংগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুরুত্ব অপরিসীম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাবিক তত্ত্বাবধানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুনর্গঠনের কাজ সকল জেলা বারে শুরু হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে এই পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অতীতের মতো ভবিষ্যতেও গনতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দুর্বার আন্দোলনে অগ্রনী ভুমিকা পালন করবেন এবং তাদের এই অগ্রযাত্রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটি সবসময়ই পাশে থাকবে।
বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এড. সাখাওয়াত হোসেন, আব্দুল বারী ভূইয়া, আবদুল হামিদ ভাসানী, হুমায়ূন কবীর, জাকির হোসেন, খোরশেদ আলম মোল্লা, ফাতেমা বেগম, বোরহান উদ্দিন সরকার, মশিউর রহমান শাহীন, আজিজুর রহমান মোল্লা, আজিজ আল মামুনের নিকট সদস্য ফরমসমূহ হস্তান্তর করেন।
আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই সদস্য ফরম পুরনের কর্মসূচী চলবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা খান, ইকবাল হোসেন, আখতারুজ্জামান, মোহাম্মদ আলী, খন্দকার আবদুল হামিদ, শরীফ ইউ আহমেদ, জসীম সরকার, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, ব্যারিস্টার মেহেদী হাসানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।