নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : আমলাপাড়ার বাসিন্দা জনৈক বাচ্চুকে মারধর, বাড়িতে হামলা ভাঙচুর এর অভিযোগে পাওয়া গেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ) রাতে এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। আটককৃতরা হলেন জাতীয় ছাত্রসমাজের জেলা আহবায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩২) ও গলাচিপার ডিএন রোডের মোখলেসুর রহমান (৩৫)। এদিকে দিবাগত রাত ১২টায় শহরের আল্লামা ইকবাল রোডের দেওয়ান মঞ্জিলে রেইড দেয় জেলা গোয়েন্দা (ডিবি), ফতুল্লা মডেল থানা ও সদর মডেল থানার একাধিক টিম। এসময় সড়কে পুলিশের বেশ কয়েকটি গাড়ি বহর দেখা যায়।
অন্যদিকে, প্রয়াত সাংসদ নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমানকে প্রধান আসামী করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের হয়েছে। ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এই মামলাটি দায়ের করা হয়ে। মামলাটি দায়ের করেন শহরের আমলাপাড়া এলাকার জনৈক বাচ্চু মিয়া। এ মামলায় আরও আসামী করা হয়েছে, জেলা পরিষদের কর্মচারি ও গলাচিপা ডিএন রোডের বাসিন্দা গোলজার হোসেনের ছেলে মোখলেসুর রহমান, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শহাদাৎ হোসেন রুপু, জুয়েলসহ আরও কয়েকজন।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-টু সাজ্জাদ রোমন। তিনি জানান, আমলা পাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়া মামলাটি তার কাছ থেকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মোখলেসুর রহমান ও রুপুকে গ্রেফতার করেছে।
মামলার এজাহারে বাচ্চু দাবি করেছেন, বৃহস্পতিবার একটি অপরিচিত নম্বর থেকে বাচ্চুর নম্বরে কল করে আজমেরী ওসমানের পরিচয় দিয়েযয ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এরপরই এই টাকাটা নিতে আসেন মোখলেস, রুকুসহ আর কয়েকজন। এসময় তারা টাকা না পেয়ে কালি মন্দিরের কাছ থেকে মাংসপট্টির আফসু মহাজনের হোটেলের সামনে নিয়ে গিয়ে মারধর করেন। এবং দাবিকৃত টাকা না দিলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে যায়।