জনসাধারণকে স্বস্তি দেয়াই আমা‌দের উ‌দ্দেশ্য : এস‌পি হারুন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেছেন, আমরা এখন চাষাঢ়া থেকে ফতুল্লা পর্যন্ত পরিষ্কার করবো। রাস্তার দুইপাশে অবৈধ পার্কিং এবং দখলদার মুক্ত করবো। এরপর পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত সড়কটি পরিষ্কার করার চেষ্টা করবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে স্বস্তি দেয়া। কাউকে ক্ষতি করা কিংবা কাউকে পরোক্ষভাবে হেয় করা আমাদের উদ্দেশ্য না। আমরা জনসাধারণকে সেবা দিতে চাই। আমরা সেবার মানসিকতা নিয়েই কাজ করছি।

রবিবার (৩০ জুন) দুপুরে শহরের মীরজুমলা সড়ক পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নারায়ণগঞ্জ শহরের মীরজুমলা সড়কটি দোকান ও ময়লা আবর্জনায় ভরপুর ছিল। পরবর্তীতে বিষয়টি এসপির দৃষ্টিগোচর হলে তিনি সড়কটি দখলমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন।

মীরজুমলা সড়ক সম্পর্কে এসপি হারুন বলেন, মীরজুমলা নামে একটি বড় রাস্তা আছে, বাস ট্রাক চলাচল করতে পারে সেটা আমি নিজেও জানতাম না। আমরা যখন জানলাম এই রাস্তার দুই পাশে দোকান বসিয়ে কিছু লোক চাঁদা তোলে, তখন আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রাস্তায় দোকনপাট বসানো যাবে না। দোকানপাট বসানোর জন্য ভেতরে জায়গা রয়েছে। তারপরেও যদি রাস্তায় মাল নামানোর প্রয়োজন হয়ে থাকে তাহলে রাত ১টার পর মাল নামাতে পারবে। যেটা কারওয়ান বাজারে হয়ে থাকে। কিন্তু দিনের বেলা রাস্তায় দোকান বসানো কিংবা মাল নামানো যাবে না।

তিনি আরো বলেন, আমরা মেয়য় ও জনপ্রতিনিধিদেরকে বলবো হকারদের জন্য একটি মাঠের ব্যবস্থা করে দেয়ার জন্য। যাতে তারা সেখানে বসে ব্যবসা করতে পারে। আমরা হকারদের বিরুদ্ধে না, আমরা চাই জনসাধারণ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এখন আর কোনো ছিনতাইয়ের অভিযোগ পাচ্ছি না। এজন্য জনপ্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সহযোগিতা করেছেন।

এসপি বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে ব্যবসায়ীদের আশ্রয়স্থল। এখানে ব্যবসায়ীরা বসবাস করবে। নারায়ণগঞ্জ কোনো মাস্তানদের বসবাসের জায়গা না। কোনো মাস্তান জোর করে ফ্ল্যাট দখল করে রাখবে, কোনো মাস্তান জোর করে মানুষের জমি দখল করে রাখবে এটা আমরা করতে দিতে পারি না। তাকে আইনের আওতায় অবশ্যই আনবো।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত এসপি (ডিবি) মোহাম্মদ নুরে আলম, অতিরিক্ত এসপি সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত এসপি (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সদর থানার ওসি কামরুল ইসলাম, ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন ও ডিআইও-২ মো. সাজ্জাদ রোমন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত