নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিলকে গ্রেফতার ও তার নামে মামলা দায়ের তীব্র নিন্দা ও অবিলম্বে তার মুক্তি দাবী করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার (১৯ জুলাই) এক বিবৃতিতে কাউন্সিলর খোরশেদ বলেন, কোন ঘটনায় এলাকাবাসীর আহবানে এগিয়ে যাওয়া একজন কাউন্সিলরের দায়িত্ব। দায়িত্ব কখনো অপরাধ হতে পারে না। তিনি অবিলম্বে নিরপেক্ষ তদন্ত পূর্বক কাউন্সিলার সাদরিলের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী করেন।