ছবিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন

নারায়ণগঞ্জ বার্তা ( সৈয়দ রিফাত অাল রহমান ) : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির কিছু অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে জেলা আইনজীবী সমিতির ( বার ) নির্বাচন । ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইনজীবী সমিতির নির্বাচন এর ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টার দিকে ভোট গ্রহন সমাপ্তি ঘটে।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি সমর্থিত নীল প্যানেলের ১৬ জন এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৭ জন। তবে এবার কোন স্বতন্ত্র প্রার্থী অংশ নেয়নি।এবারের আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের জুয়েল-মোহসিন প্যানেল প্রতিদ্বন্দিতা করছেন বিএনপি সমর্থিত জাতীয়বাদী আইনজীবী ঐক্যফ্রন্টের হুমায়ূন-জাকির প্যানেলের।দুই প্যানেলের সভাপতি-সেক্রেটারি পদ প্রার্থীর উপস্থিতিতে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পরিদর্শনের পর ভোট গ্রহন শুরু হয়।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আখতার হোসেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব দেয়া হয় এড. মেরিনা আক্তারকে। নির্বাচন পরিচালনা বোর্ডের অপর সদস্যরা হলেন এড. আবদুর রহিম, এড. আশরাফ ও এড. সুখচাঁন বাবু।5

বিএনপি সমর্থিত প্যানেল

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যফ্রন্টের প্রার্থীরা হলেন সভাপতি পদে সরকার হুমায়ূন কবীর, সিনিয়র সহ সভাপতি পদে রেজাউল করিম খান রেজা, সহ সভাপতি পদে গিয়াসউদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ জাকির, যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম টিটু, কোষাধ্যাক্ষ পদে নজরুল ইসলাম মাসুম, আপ্যায়ন সম্পাদক পদে কায়সার আহমেদ টুটুল, লাইব্রেরী সম্পাদক পদে শারমিন আক্তার, ক্রীড়া সম্পাদক পদে আনজুম আহম্মেদ রিফাত, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে আসমা হেলেন বিথী, আইন ও মানবাধিকার সম্পাদক পদে মোহাম্মদ রোকন উদ্দিন। কার্যকরী সদস্যের পদে আছেন আহসান হাবীব, সারোয়ার জাহান, আমিনুল হক, ফজলুর রহমান ফাহিম।আওয়ামী লীগ সমর্থিত প্যানেল

আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে মনোনয়ন প্রাপ্তরা হচ্ছেন, সভাপতি পদে হাসান ফেরদৌস জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ মহসীন মিয়া। সিনিয়র সহ সভাপতি পদে আহাম্মদ ভূইয়া, সহ সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মাহাববুর রহমান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রউফ মোল্লা, আপ্যায়ন সম্পাদক পদে মো: মনিরুজ্জামান কাজল, লাইব্রেরী সম্পাদক পদে সুবাস বিশ্বাস, ক্রীড়া সম্পাদক পদে মাসুদ রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সমাজ সেবা সম্পাদক পদে রাশেদ ভূইয়া ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে স্বপন ভূঁইয়া। সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে আনোয়ার হোসেন ভূইয়া, নুসরাত জাহান তানিয়া, মশিউর রহমান, আব্দুল মান্নান ও হাসিবুর হাসান রনিকে।নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জুয়েল-মোহসিন পরিষদের্ পূর্ন প্যানেলের বিজয় প্রত্যাশা করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। বৃহষ্পতিবার নির্বাচন শুরু থেকে আদালত পাড়ায় অংশগ্রহন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন চৌধুরী, সহ- সভাপতি এডভোকেট আলী অকবর, এডভোকেট জাহাঙ্গীর আলম,আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রায়হান, তানভির, নুরে আলম রনজু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু,আইন বিষয়ক সম্পাদক মো হাবিবউল্লাহ রানা, কার্যকরী সদস্য সায়েক রেজা, হাসিব, ইমতিয়াজ, শুভ, ইকরাম ও সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।এ সময় জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের জন্য ভোট প্রার্থনা করেন এবং তাদের পূর্ণ প্যানেলের বিজয় প্রত্যাশা করেন।সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৯-২০ সনের কার্যকারী কমিটির নির্বাচন। এ উপলক্ষে বৃহস্পতিবার  সকাল থেকেই আদালত প্রাঙ্গনে ছিলো ব্যাপক আনন্দঘন পরিবেশ। সকাল ৯টা থেকেই আইনজীবীরা তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। যা শেষ হয় বিকেল ৪ টায়। নির্বাচনে অংশ নিয়েছে আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. জুয়েল ও এড. মোহসিন প্যানেলর ১৭ জন প্রার্থী। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদে এড. সরকার হুমায়ূন ও এড. জাকির প্যানেলে একজন প্রত্যাহার করায় ১৬ জন প্রার্থী। এদিকে ভোট দেওয়ার জন্য আইনজীবীরা কেন্দ্রে প্রবেশ করতেই জজ কোটের নিচতলায় দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক আইজীবী প্রার্থীরা নিজ ব্যালট নং দিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় করে কেউ চকলেট, কেউবা গোলাপ ফুল দিয়েও তাদের বরণ করে নিচ্ছে।অন্যদিকে নির্বাচনী ক্যাম্পগুলোতে প্যানেলের সমর্থক আইনজীবীরা ছাড়াও রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে মিলনমেলার সৃষ্টি হয়। এসময় আওয়ামী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীদের পক্ষে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন থোকা,  নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডিাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, কাউন্সিলর মতিউর রহমান মতি, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি রবিউল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম,  সিরাজ মন্ডল, পরিবহন বাস মালিক নেতা সানাউল্লাহ, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, যুবলীগ নেতা এহাছানুল হক নিপু, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল  হোসনে, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ ।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পক্ষে সমর্থন জানিয়ে উপন্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামীদ ভাসানী ভূইয়া প্রমুখ ।

এ দিকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে সংবাদ সংগ্রহে কাজে নিয়োজিত হয়ে পড়েন তরুন ও প্রবীন সাংবাদিকবৃন্দরা। ওই সময় সংবাদের কাজের ফাকে ফাকে ছবির ফ্রেমে বন্দি হলেন কয়েক জন্য সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারী নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, মনোনয়ন সংগ্রহের তারিখ ছিলো ৯ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী। যাচাই বাছাই ও প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ১২ জানুয়ারী, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ১৫ জানুয়ারী। চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৬ জানুয়ারী এবং আগামী ২৪ জানুয়ারী হবে ভোট গ্রহণ।

add-content

আরও খবর

পঠিত