নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ের চৈতী নীট কম্পোজিট প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোপন ড্রেন নির্মাণের মাধ্যমে খাল ও নদীর পানি দুষণসহ কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যে পরিবেশ দূষণ এবং সরকারী ভূমি, নদী ও খাল দখলের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি। ২৬শে জানুয়ারি মঙ্গলবার সকালে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির ব্যানারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের নিকট দূষিত পানির নমুনাসহ (বোতলে করে) স্মারক লিপি দিয়েছে এলাকাবাসী।
এ সময় বক্তারা অভিযোগ করেন, শিল্পকারাখানার বর্জ্য পরিশোধন করার আইন থাকলেও চৈতী কম্পোজিট তা না করে বিষাক্ত রাসায়নিক মিশ্রিত কালো পানি টিপরদী এলাকার খালে ফেলছে। খাল হয়ে এই পানি মারীখালী নদী ও ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশছে। এর ফলে এর আশেপাশের এলাকার পানিও দূষিত হয়ে ফসলি জমি নষ্ট হচ্ছে। একারণে স্বাভাবিক মাছসহ খামারের চাষের মাছও মরে ভেসে উঠে।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সভাপতি হোসাইন, সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ, সহ–সভাপতি বোরহান উদ্দিন খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নূর এ আলম জান্নাত, ভুক্তভোগী হাজী শাকিল রানা সহ প্রমূখ।
বক্তারা আরো বলেন, পানি পরিশোধনের পরিবর্তে গার্মেন্টের মালিক আবুল কালাম, জিএম মিজানুর রহমান, ডিজিএম বদরুল এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে জোরপুর্বক সরকারি খাল ও প্রবাসীর জমিও দখল করে নিয়েছে। মানববন্ধনে টিপরদীসহ আশেপাশের প্রায় ৩০ টি গ্রামের ক্ষতিগ্রস্তরা অংশ নেয়। তাই এর প্রতিকারে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসকের নিকট টিপুরদী এলাকার খালের পানির নমুনা ও স্মারক লিপি দেয়া হয়।