নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মানিকের মাদকের আস্তানায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে বৃহত্তর ইসদাইর এলাকাবাসী। শুক্রবার বিকালে এ অভিযানে অংশ নেয় ইসদাইর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় শতাধিক যুবক । এসময় গাবতলী এলাকা থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মাদক ব্যবসায়ী মানিকের আস্তানায় গিয়ে শেষ করে। মানিক পলাতক থাকায় তার পরিবারকে সাবধান করে দেয় ও এলাকা থেকে তাদের অনত্রে চলে যাওয়ার পরার্মশ দেন স্থানীয় মুরব্বীরা।
স্থানীয়রা জানায়, উচ্ছেদকৃত চাঁনমারী বস্তিতে থাকা অবস্থায় মানিক মাদক বেচাঁকেনা করেই গড়ে তুলে মাদক ব্যবসার বিশাল নেটওয়ার্ক। আর এতে সহযোগীতা করে আসছে একই পরিবারের পিতা হিরোইন ছামাদ ও তার ভাই হিরা এবং মুক্তার। মাদক ছিনতাইসহ নানা অপরাধ করে মানিক ইতোমধ্যে অনেক টাকার মালিক বনে গেছে। মাদক বিক্রির টাকায় উত্তর ইসদাইর আল-আমীনবাগ এলাকায় নিজ জমিতে ঘর নির্মাণ করে সে বসবাস করছে। এখানেও যুবসামজকে ধ্বংস করতে গড়ে তুলেছে মাদকের আকড়া। মাদক বেচাঁকেনা সহ সেবনের জন্যও ব্যবহার হচ্ছে এই ঘরটি।
উল্লেখ্য, এরআগেও ইসদাইরে উন্নয়ন কমিটির মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ওইসময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও টেঁটা উদ্ধার করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় চিহ্নিত মাদক বিক্রেতা মানিক। পরে তাদের দ্রুত বিচার আইনে ৪/৫ ধারায় হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল পুলিশের এসআই মোফাজ্জল।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মো. শাহীন, কামরুল মেম্বার, হাশেম, শামীম, স্বপন, জুয়েল, আব্দুল হাই সহ স্থানীয় অন্যান্য মুরব্বীগণ।