চাষাঢ়া শহীদ মিনারে নিষেধাজ্ঞা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কলেজ শিক্ষার্থীদের প্রেমের নামে আপত্তিকর অবস্থানের কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে স্কুল বা কলেজ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের প্রবেশ। বুধবার (১০ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্য মো. কামরুল ইসলাম বিপএিম ও পিপিএম বার।

প্রতিদিন নানা শ্রেণী পেশার নানা বয়সী লোকজন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত এই শহীদ মিনারে এসে আড্ডা দিয়ে থাকেন। কিন্তু কিছু মানুষ শহীদ মিনারের আশেপাশে প্রকাশ্য ধূমপান, বেদীতে জুতা নিয়ে উঠা সহ ময়লা আবর্জনা দিয়ে পবিত্র শহীদ মিনারের অপমান করে। এছাড়াও প্রেমিক যুগলরা আপত্তিকর অবস্থানের কারণে লজ্জিত হতে হয় অনেকেরই।

এ নিয়ে গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হলে ব্যবস্থা নেন পুলিশ। এরই ধারাবাহিকতায় এক যুগলকে আটক করে পুলিশ। বেলা ১১ টায় কলেজ শিক্ষার্থীদের শহীদ মিনারে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। আটকিয়ে দেয়া হয়েছিল প্রত্যেকটি প্রবেশ পথের গেইট। তবে এই সময়ে কলেজ শিক্ষার্থী অন্য সকলের জন্যই প্রবেশ উন্মুক্ত ছিল। পরবর্তীতে বিকেলে শহীদ মিনারে প্রবেশের সকল গেইট খুলে দেয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের নির্দেশনায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্য মো. কামরুল ইসলাম জানায়, যেহেতু শহীদ মিনার একটি সম্মানিত স্থান। তাই এখানে কোন প্রকার আপত্তিকর অবস্থার সৃষ্টি করতে দেয়া যাবেনা। তার সাথে শহীদ মিনারের বেদীতে বসা যাবেনা। বিড়ি, সিগারেট পান করতেও দেয়া হবে না। তবে সর্বসাধারণের প্রবেশে কোন বাধা নেই। শুধুমাত্র শিক্ষার্থীরা স্কুল কলেজ চলাকলীন সময় আড্ডা দিতে পারবেনা। শহীদ মিনারের পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ যেন কেউ না করে তাই সকলকে অনুরোধ করেছেন তিনি।

add-content

আরও খবর

পঠিত