চাষাঢ়ায় বিয়ের অনুষ্ঠান থেকে শীর্ষ সন্ত্রাসী তামিম গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তামিম (৪০) ও তার স্ত্রী শিল্পী আক্তারকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র , চাঁদাবাজী, ছিনতাই,মাদকসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ৬ই মার্চ শনিবার রাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে একটি বিয়ের অনুষ্ঠান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানিম ফতুল্লার উত্তর চাষাঢ়া এলাকার খলিলুর রহমানের পুত্র।

ফতুল্লা থানার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, শনিবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাষাঢ়া শহীদ মিনারের পিছনে একটি বিয়ের অনুষ্ঠান থেকে তালিকাভুক্ত পেশাদার সন্ত্রাসী তানিম কে তার স্ত্রী সহ গ্রেফতার করা হয়। তানিমের স্ত্রী শিল্পির বিরুদ্ধেও মামলা ছিলো। সেই মামলায় জামিনের কাগজ-পত্র দেখালে যাচাই-বাছাই শেষে তানিমের স্ত্রী শিল্পি কে রাতেই ছেড়ে দেওয়া হয়। তাছাড়া গ্রেফতারকৃত তানিমের বিরুদ্ধে চাঁদাবজী, ছিনতাই, মাদক, অস্ত্র সহ বহু সংখ্যক মামলা অভিযোগের পাশাপাশি একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে তিনি জানান।

add-content

আরও খবর

পঠিত