চাষাঢ়ায় জায়গা সিমানা বিরোধ নিয়ে আল জয়নালের লোকের উপর হামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে জমির সিমানা বিরোধ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। গত ৩০ আগস্ট রবিবার রাতে শহরের চাষাঢ়া রেলস্টশন সংলগ্ন একটি রেস্টুরেন্টের পিছনে জাতীয় পার্টি নেতা শিল্পপতি আল জয়নালের খরিদকৃত জমিতে দখল করে স্থাপনা নির্মাণকালে ঘটনা ঘটে।

সময় শফিকুজ্জমান, ফারুক সহ কয়েকজনের অংশিদারীত্বে র্নিমাণাধীন ভবন থেকে ইটপাটকেল রড ছুড়ে মারায় দুই জন রক্তাক্ত জখম সহ জন আহত হয়। রক্তাক্ত আহতরা হলো, নিরাপত্তাকর্মী গুলজার (৬৫), নতুন কোর্ট এলাকার লিখন (৪০) সহ আরো কয়েকজন।

ব্যাপারে আল জয়নাল আবেদীন জানায়, আমার খরিদকৃত জমির ভিতরে প্রবেশ করে শফিকুজ্জমান, ফারুক সহ কয়েকজনের অংশিদারীত্বে থাকা জমির ভবনটিতে একটি ডেভলোপার কাজ করতে চাচ্ছিল। ওইদিন রাতে তাদের লোকজন ৭ফুট পর্যন্ত আমার জমির ভিতরে এসে জোরর্পুবক দেয়াল নির্মাণ করতে গেলে তখন আমার নিরাপত্তা কর্মী বাধা দেয়। একপর্যায় তারা পরিকল্পিতভাবে ৪০/৫০ লোক ভবনের উপর থেকে হামলা চালায়। সময় তাদের ছুড়া ইট পাটকেল রড পড়ে দুই জন রক্তাক্ত জখম সহ আরো /৭ জন আহত হয়। পরে খবর শুনে আমি পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়ে আমি সদর মডেল থানায় জিডি করেছি। আর এটা নতুন নয়। এরআগেও সিমানা বিরোধ নিয়ে তারা আমার লোকজনের সাথে নির্যাতন করে যাচ্ছে।

তবে অভিযোগ সত্য নয় বলে শফিকুজ্জামান জানায়, র্দীঘদিন ধরেই জয়নাল আবেদীন আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ করে আসছে। হামলার বিষয়ে আমার জানা নাই।

add-content

আরও খবর

পঠিত