নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর চাষাঢ়ায় ছিনতাইয়ের সময় আল আমিন (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। বুধবার (১৪ নভেম্বর) সকালে ছিনতাইয় করার সময় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন শহরের খানপুর এলাকার মাসুম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বুধবার ভোরে চাষাঢ়ায় ছিনতাই করার সময় আল আমিনকে আটক করে এলাকার লোকজন। এ সময় তাদের পিটুনিতে আল আমিন গুরুতর আহত হন। পরে আল আমিনকে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।