নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নগরীর নিউ চাষাঢ়া রোড এলাকা থেকে ইয়াবাসহ মো. রমজান (২৬) ও মোছা. সোনিয়া বেগম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২১০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। বৃহষ্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় নগরীর চাষাড়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃ মো. রমজান (২৬) নগরীর নন্দীপাড়া এলাকার মো. হযরত আলীর ছেলে ও মোছা. সোনিয়া বেগম একই এলাকার বাতেন এর মেয়ে। র্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, দুপুর ২টায় গোপন সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৯ পিস ইয়াবা, ২১০ টাকা ও ২টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারয়ণগঞ্জ সদর মডেল থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।