নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চাঞ্চল্যকর স্বপন হত্যা মামলায় সাক্ষ্য গ্রহন শুরু হয়েছে। রোববার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালতে এ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এদিন ২০ জন সাক্ষীর মধ্যে মামলার বাদী নিহত স্বপন সাহার বড় ভাই অজিত কুমার সাহা সাক্ষ্য দিয়েছেন । এ মামলাটি নারায়নগঞ্জ সদর থানার মামলা নং–৪১(৭)১৮ এবং সেসন মামলা নং ২২৫/১৯।
এ সময় মামলার বাদী নিহত স্বপন সাহার বড় ভাই অজিত কুমার বলেন, আমি আমার ভাইয়ের হত্যা মামলার আসামী পিন্টু দেবনাথ, রত্না চক্রবর্তী, আর আব্দুল্লাহ আল মামুন এর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমার মায়ের বুক ওরা শূন্য করেছে, তাই আমি চাই আর কারো মায়ের বুক যেন শূন্য না হয়। এ মামলার বিচার দেখে অন্যান্য অপরাধীরা যেন এ ধরনের অপরাধ করা থেকে বিরত থাকে।
বাদী পক্ষের আইনজীবী সরকারি পিপি এড. ওয়াজেদ আলী খোকন জানান, আলোচিত স্বপন হত্যা মামলার মোট ২০ জন সাক্ষ্য দিবে। আজ এই মামলার প্রথম সাক্ষী মামলার বাদী নিহত স্বপন সাহার ভাইয়ের সাক্ষীর মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহন শুরু হলো। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান সাহেব এ মামলার পরবর্তী তারিখ গুলো সপ্তাহে প্রথম দিন রবিবার ধার্য করেছেন। আমি আশা করি এ মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে।
এ সময় বাদী পক্ষের আইনজীবী ছিলেন, সরকারি পিপি এডভোকেট এস.এম. ওয়াজেদ আলী খোকন, রাষ্ট্র পক্ষের সহয়াক এড. মৃনাল কান্তি দত্ত বাপ্পি, এড. জয়ন্ত কুমার ঘোষ, এড. মো. মিনহাজ ইসলাম এবং এড. জনি চন্দ্র গোপ প্রমূখ।