চাকু‌রির খোঁ‌জে গি‌য়ে গণধর্ষ‌নের শিকার হয় তরু‌ণী : এস‌পি ম‌নিরুল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লায় চাকু‌রির খোঁ‌জে গি‌য়ে ১৬ বছর বয়সী এক তরুণী গণধর্ষ‌নের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইতোমধ্যে ৬ যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপু‌রে ফতুল্লা ম‌ডেল থানায় এক সংবাদ স‌ম্মেল‌নের মাধ্য‌মে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে জেলার ভারপ্রাপ্ত পু‌লিশ সুপার (প‌দোন্নতি প্রাপ্ত পু‌লিশ সুপার)  ম‌নিরুল  ইসলাম।

সোমবার রা‌তে সদর উপজেলার ফতুল্লাধীণ বটতলা এলাকায় শাহাজালাল রোলিং মিল সংলগ্ন মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো, রাসেল (৩৮), মো. সুজন মিয়া (২৩), শাহাদাৎ হোসেন (২২), সুমন (২২), রবিন (২৩), মো. আল আমিন (২১)।

সংবাদ স‌ম্মেল‌নে পু‌লিশ সুপার মনিরুল ইসলাম জা‌নি‌য়ে‌ছেন, গতকাল রা‌তে মে‌য়ে‌টি চাকু‌রির খোঁ‌জে বটতলা এলাকায় রেললাই‌নের পা‌শে গি‌য়ে‌ছিল ওইসময় স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল যুবক এমন ঘটনা ঘটায়। আমরা খবর পে‌লে অল্প সম‌য়ের ম‌ধ্যে ক‌য়েক‌টি টিম পা‌ঠি‌য়ে ৪জন‌কে আটক ক‌রি। প‌রে রা‌তের ম‌ধ্যেই  স্বিকা‌রো‌ক্তি নি‌য়ে জ‌ড়িত আ‌রো দুইজন‌কে আটক কর‌তে সক্ষম হই। এখন শুধু মে‌ডি‌কেল রি‌পোর্ট আস‌লেই  মামলা‌টি  শেষ  কর‌তে পার‌বো।

সংবাদ স‌ম্মেল‌নে এসময় উপ‌স্থিত ছি‌লেন, অ‌তি‌রিক্ত প‌ু‌লিশ সুপার মে‌হে‌দি সি‌দ্দিক ইমরান, ফতুল্লা ম‌ডেল থানা ও‌সি মো. আসলাম হো‌সেন, তদন্ত ও‌সি মো. মিজানুর রহমান।

add-content

আরও খবর

পঠিত