চলন্ত ট্রেনের সামনে অল্পের জন্য বাঁচলো প্রাণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  শহরের চাষাড়া স্টেশন ছেড়ে আসার পর চলন্ত ট্রেনের সামনে থেকে অল্পের জন্য বেঁচে গেল কয়েকটি প্রাণ। রেললাইনের গেট ফেলার আগেই একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫১-৪০৬৯) রেললাইনের উপর উঠে যায়।

এ সময় ট্রেন আসার বাশি বাজলেও সামনের দিকে এগুতে পারিনি গাড়িটি। এক পর্যায়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে সটকে যায় গাড়িটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ২১ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় চাষাড়া বালুর মাঠ এলাকাস্থ রেলগেটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসা ট্রেনটি চাষাঢ়া রেলস্টেশন অতিক্রম করে নারায়ণগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এসময় রেললাইনের উপর দিয়ে মাইক্রোবাস যাওয়ার সময় দুই পাশে যানজট থাকায় গাড়িটি রেললাইনের উপরে আটকে যায়। তাৎক্ষনাত গেটম্যান সিগন্যাল দিলে ট্রেনের গতি কমিয়ে ফেলে। পরে মাইক্রোবাস চালককে সরিয়ে নেয়া হয়। ফলে বড় ধরণের ক্ষয়ক্ষতি হাত থেকে বেঁচে যান চালক ও যাত্রী ।

ঘটনাস্থলে থাকা গেটম্যান শহিদ জানান, ট্রেন আসার সিগন্যাল পেয়েই আমি বাঁশি বাজিয়ে সতর্ক করতে থাকি এবং ক্রসিং ফেলতে যাই। তবে এর আগেই মাইক্রো বাসটি রেললাইনের উপরে উঠে যায়। রাস্তায় যানজট থাকায় এরপর সেটি সামনে এগুতে পারেনি। পরে আমি তাৎক্ষনাত লাল পতাকা দেখালে ট্রেন গতি কমিয়ে দিলে চালক যাত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়া হয়।

add-content

আরও খবর

পঠিত