চকলেটের প্রলোভনে নগরীতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চকলেটেরে প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর সরদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহষ্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে সদর ‍উপজেলার আল-আমিন নগরে এ ঘটনা ঘটে।ওই শিশুকে দুপুরে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অভিযুক্ত জাহাঙ্গীর সরদার সৈয়দপুর কড়াইতলা এলাকার মৃত টুক্কু সরদারের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষেণের অভিযোগ ছিলো। পরে স্ত্রীর মামলায় সে জেলও খেটেছিলো।

এলাকাবাসী জানায়, শিশুটির মা-বাবা কাজ করে। তাই নানির কাছে রেখে যান শিশুটিকে। পরে জাহাঙ্গীর সরদার চকলেটের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে মেয়েটি হঠাৎ চিৎকার করে উঠে। মেয়েটির নানি কান্না শুনে জাহাঙ্গীরের ঘরের রজায় ধাক্কা দিয়ে খারাপ অবস্থায় দেখতে পায়। পরে শিশুটকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে ঘটনার পর উত্তেজীত এলাকাবাসী ধর্ষক জাহাঙ্গীরকে মারধর করলে স্থানীয় কাউন্সিলর কবির হোসেন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে ধর্ষককে উদ্ধার করে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর থানার ডিউটি অফিসার জানান, এ ঘটনায় শিশুটির মা মৌসুমি আক্তার বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

add-content

আরও খবর

পঠিত