নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে । ৯ নভেম্বর শনিবার সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই জরুরি সভার আয়োজন করা হয়। সভায় ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, ঘূর্নিঝড় বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ সকল সংস্থা প্রস্তুত রয়েছে। এছাড়া জেলা সদর সহ প্রতিটি উপজেলায় খোলা হয়েছে ১টি করে কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। এছাড়া সদর জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি টিম রাখা হয়েছে। রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক। ঘূর্নিঝড় পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোনারগাঁও উপজেলার মেঘনা নদী পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় এসময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সহকারী কমিশনার শেখ মেজবাহ উল সাবেরিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ জাহিদুল ইসলাম, ফায়র সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।