নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় সুরুজ মিয়া (৫৬) নামে এক রিক্সা চালকে খুন করার অভিযোগে উঠেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে ফতুল্লার কাশিপুর খিল মার্কেট এলাকার সেলিম মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রিক্সা চালক আব্দুল গনি মিয়াকে (৫৬) আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল গনি ফুলপুর থানার কাইজাকান্দা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে। নিহত সুরুজ মিয়া ময়মনসিংহ জেলার ত্রীশাল থানার কোনাবাড়ি গ্রামের কেরামত আলীর ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, মঙ্গলবার ভোরের দিকে সুরুজ মিয়া ও গণি মিয়ার মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে গণি মিয়া ক্ষিপ্ত হয়ে সুরুজের মাথায় ইট দিয়ে আঘাত করে। এসময় আঘাতপ্রাপ্ত সুরুজ মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা তাকে শহরের ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সুরুর মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত গনি মিয়াকে আটক করা হয়েছে। আটক গনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, বিড়ির মধ্যে ভরে তাকে কি যেনো খাইয়েছে সুরুজ মিয়া, এতে তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে। তখন কি হয়েছে তা সে জানেনা।