নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু, মাদক, বাল্য-বিবাহ ও ইভটিজিং বিরোধী জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৪শে আগস্ট শনিবার সকাল ১০টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লার সভাপতিত্বে জনসচেতনতামূলক এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালতলা ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ সকল শিক্ষক ও ফাউন্ডেশনের পরিচালক এবং সদস্যবৃন্দ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ বলেন, প্রতিটি দূর্যোগে দেশের ক্লান্তিলগ্নে ছাত্র-ছাত্রীরা দেশের জনগণের জন্য উপকারী ভূমিকা পালন করে থাকে। বর্তমানে দেশে একটি মহামারী হিসেবে আঘাত হেনেছে ডেঙ্গু। আমাদের সকলেরই উচিত ডেঙ্গু থেকে নিজেদের রক্ষা করে আশেপাশের সকলকে সচেতন করে গড়ে তোলা। আমরা একটু সচেতন হলেই ডেঙ্গুর আক্রমণ থেকে রক্ষা পেতে পারি।
এছাড়াও গ্র্যাজুয়েট ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুন মোল্লা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ডেঙ্গু, মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের কুফল সম্পর্কে অবগত করে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহনে সকলের সহোযোগিতা কামনা করেন।