গ্রামের বাড়ি ছুটছে মানুষ, শহরে তীব্র যানজট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামীকাল ১৪ই এপ্রিল বুধবার থেকে দেশে কঠোর লকডাউনে কারনে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন পরিবহনে করে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। এতে করে বিভিন্ন মহাসড়কে পরিবহনের চাপ কিছুটা বেড়েছে। তার সাথে শহরের রাস্তা ঘাটে বেড়েছে মানুষ ও বিভিন্ন গাড়ীর চলাচল। এতে করে নারায়ণগঞ্জ সহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

এদিকে লকডাউনের কয়েক ঘন্টা বাকি থাকায় ও রমজানের প্রস্তুতিতে নারায়ণগঞ্জ শহরে লোকসমাগম বেড়েছে। তাদের মধ্যে অধিকাংশই মানুষকেই স্বাস্থ্যবিধি অমান্য করে শহরে চলাচল করতে দেখা দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের সাইবোর্ড, সানারপাড়, চিটাংরোড, মদনপুর সহ বিভিন্ন পয়েন্টে ঘরমুখো মানুষদের সবধরনের পরিবহনে করে গ্রামের বাড়ি ফিরতে দেখা যায়। এ সময় অনেক বাস না পেয়ে ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন গাড়ীতে করে গন্তব্যে রওনা হয়। তাছাড়া মহাড়কের পাঁচটি পয়েন্টে হাইওয়ে পুলিশ চেক পয়েন্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার স্বাস্থ্যবিধি অমান্য করে যারা গ্রামে যাচ্ছেন। এতে করে করোনা সংক্রমন ছড়ানোর ঝুকি বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, গত দুই দিন ঘরমুখো মানুষের চাপ ছিল বেশি। আজ একটু কম। সকালে কিছুটা চাপ থাকলেও এখন স্বাবাবিক হয়েছে যানবাহন চলাচল। মহাসড়কের পাঁচটি পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। যানবাহনে স্বাস্থবিধি মানা হচ্ছে কিনা এবং ট্রাক সহ অন্যান্য পরিবহনে যাত্রী উঠলে তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, যে কোন পরিস্থিতিতে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নয়তো করোনার পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ জেলায় ১২৯ জন নতুন করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ১৮৭ জন। মোট আক্রান্ত হয়েছে ১১৭৩৫ জন ও সুস্থ্য হয়েছে ৯৪৫৯ জন

add-content

আরও খবর

পঠিত