গোগনগরে আলমাছ আলী ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সৈয়দপুর গোগনগরে আলমাছ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫৭০ পরিবারের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে স্থানীয়দের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলমাছ আলী। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঈদের জামাত আদায়ের পরামর্শ দেন।

আলমাছ আলী বলেন, সারাদেশ আজ করোনা মহামারী নিয়ে আতংকিত। এই মূহুর্তে আমাদের উচিৎ সরকারি নির্দেশনা মেনে সচেতন থাকা। আমরা নিজেরা সচেতন থাকলে আমাদের পরিবার ও সমাজ সুরক্ষিত থাকবে৷ আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের জামাত আদায় করবো। বিশেষ করে সকলে গণ জমায়েত এড়িয়ে চলবো।

উল্লেখ্য যে, এর আগেও কয়েক দফায় স্থানীয়দের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী সহ নগদ অর্থ প্রদান করেছে আলমাছ আলী ফাউন্ডেশন। এছাড়াও লকডাউনে দিশেহারা সহস্রাধিক পরিবারকে ত্রাণ সামগ্রী সহায়তাও প্রদান করেছে সংগঠনটি।

add-content

আরও খবর

পঠিত