নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলার আলী সাহার্দী এলাকার গৃহবধু সুমাইয়া আক্তার বর্ষাকে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবীতে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কান্নাজড়িত কন্ঠে নিহত বর্ষার বাবা ও মা বলেন, বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে আমার মেয়েকে মারধর করতো। যখন সে মারা যায় তার প্রায় আধা ঘন্টা পূর্বে সে ফোন করে বলেছিলো সে সেখানে থাকতে চায় না। এমন নির্যাতন সে সহ্য করতে পারছেনা। এটাই ছিলো তার সাথে আমাদের শেষ কথা।
বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, বলেন, বর্ষার মত অনেক মেয়েকেই আজ যৌতুকের বলি হতে হচ্ছে। দেশে যৌতুকের বিরুদ্ধে আইন থাকলেও কার্যত সে আইন বলবৎ নয়। প্রশাসনের কাছে আমাদের জোর দাবী, যৌতুকের জন্য বর্ষাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, নিহত বর্ষার বোন সাবরিনা সুলতানা মীম, মহিলা পরিষদ নেত্রী শাহানারা বেগম, কৃষ্ণ কাজল দাস সহ এলাকাবাসী।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট রাতে বন্দর উপজেলার আলী সাহারদী এলাকায় যৌতুকের দাবিতে শ্বশুর বাড়িতে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয় বর্ষাকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বর্ষার স্বামী মোস্তাফিজুর রহমান নয়নকে হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।