গুড়িয়ে দেয়া হলো বাগানবাড়ি রেস্টুরেন্ট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে ২ নং রেল গেইট পর্যন্ত রেল লাইনের দুই পাশে অবৈধভাবে দখলে রাখা স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ এসময় রেল লাইনের পাশে অবৈধভাবে গড়ে ওঠা বাগানবাড়ি রেস্টুরেন্টের অর্ধেকেরও বেশি অংশ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে৷ সোমবার (২৯ জুলাই) সকাল ১০টায় এ উচ্ছেদে অভিযান পরিচালনা শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ৷ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়৷গুড়িয়ে দেয়া হলো বাগানবাড়ি রেস্টুরেন্টঅভিযান কার্যক্রমে আরো উপস্থিত আছেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল (ঢাকা) এস্টেট অফিসার নজরুল ইসলাম ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ৷ উচ্ছেদ কার্যক্রম এখনো চলছে৷ এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, রেলওয়ের জায়গায় যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদে অভিযান চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ৷ রেল লাইনের দুই পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে৷

add-content

আরও খবর

পঠিত