নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে গাড়ি বহরে হাজারো নেতা-কর্মী নিয়ে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়া রেজা হিমেলের বিশাল মিছিল নিয়ে শোডাউন।
৭ সেপ্টেম্বর শনিবার বিকালে নারায়ণগঞ্জের মিশনপাড়ার সলিমুল্লাহ সড়কে নেতা-কর্মীদের সাথে বিশাল মিছিল নিয়ে সভাস্থল প্রাঙ্গণে যোগদান করেন। এই সমাবেশকে সফল করার লক্ষ্যে ফতুল্লার সস্তাপুর এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে চাষাড়া বালুমাঠ জেলা ও মহানগর ছাত্রলীগের মিছিলের সাথে সংযুক্ত হয়ে সমাবেশে যোগদান করেন শাহরিয়া রেজা হিমেল।