নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শিক্ষা নিয়ে গড়ব দেশ, মাদক মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রবীণ ও নবীণদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে ফেব্রুয়ারী শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা রুপার বাড়ি এলাকার মাঠে প্রবীণ ও নবীণদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। এ সময় খেলায় জুনিয়র দলের কাছে ৩-২ গোলে সিনিয়র দল এর পরাজিত ঘটে।
খেলায় অংশগ্রহনকারী সিনিয়র দলের খেলোয়াররা হলেন:- সুমন (অধিনায়ক), বাচ্চু (গোল কিপার), আবুল, হাজ্বী মো. আবদুল হাই, শোভন, হাবিবুর রহমান, মনা, শিপন, দেলোয়ার (১), সুমন, বাবু, দেলোয়ার, বাবুল, ইব্রাহিম, আবুল, মোকলেস ও আওলাদ।
এছাড়াও জুনিয়র দলের খেলোয়াররা হলেন :- কালাম (অধিনায়ক), আরিফ (গোল কিপার), কামাল, সুমন, ইকবাল, দুলু, শিবু, পরিমল, দেলোয়ার, আনু, মাহাবুব, রিয়াদ, সিদ্দিক ও সিরাজ এবং টিম ম্যানেজার- মো. ইকবাল হোসেন ।
এদিকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হুমায়ুন খন্দকার, ত্রান বিষয়ক সম্পাদক আবদুর রশিদ, বিএনপির নেতা আনোয়ার মাহমুদ বকুল সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোজাম্মেল হোসেন লিটন এবং খেলার ধারভাষ্যকার ছিলেন নাসিম ওসমান মেমোরিয়াল ক্রিকেট একাডেমীর প্রধান কোচ এনামুল হক খোকা। প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে এসময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হেলাল ।