নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে ৬ জানুয়ারি (সোমবার) দুপুরে পাঠানটুলী উৎসব কমিউনিটি সেন্টারে গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংগঠন মানব কল্যাণ পরিষদ।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম শাহরিয়ার রেজা, জেলা তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলম, জেলা পরিষদ সদস্য এডভোকেট নূরজাহান বেগম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, খান সাহেব ওসমান আলী স্কুলের প্রধান শিক্ষক আফরোজা ওসমান ও জাতীয় লেখক কল্যাণ পরিষদ পাঠাগারের সভাপতি আয়শা আক্তার।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য জোটের সভাপতি হুমায়ন কবির, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল মাদবর, পাঠানটুলী পঞ্চায়েত কমিটির নেতা নূর হোসেন, ব্রাকের এড়িয়া ম্যানেজার মোহম্মদ হুমায়ন কবির, মানব কল্যাণ পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দিন, অর্থ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জি এম মোস্তাফা, সমাজকর্মী শামীম, জামাল খান শাওন, রাসেল ইসলাম, মরিয়ম আক্তার, বৃষ্টি, আমেনা, লিপি, বোরহান উদ্দিন শিপন প্রমুখ। অনুষ্ঠানে অর্ধ শতাধিক গরীব মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি সমাজকর্মী সহ সকলকে নতুন বছরে ক্যালেন্ডার প্রদান করা হয়।