নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচন পরিচালনা কমিটি প্রধান উপদেষ্টা জেলা গণফোরামের সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহষ্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে জামিন আবেদন করে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টনের আদালত শুনানী শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে এক মামলায় গত ২৪ ডিসেম্বর মধ্যরাতে জেলা গণফোরাম সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করা হয়।