নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যাত্রীদের দুর্ভোগহীন যাতায়াত নিশ্চিত করতে বন্দর সেন্ট্রাল খেয়াঘাটের পূর্ব-পশ্চিম উভয় পাড়ের রাস্তায় অবৈধ দোকানপাট এবং রিকশা স্ট্যান্ড সরিয়ে দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন, মাত্র ৩০ থেকে ৩৫জন মানুষের জন্য হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে দোকানপাট আর রিকশা স্ট্যান্ড করে সাধারণ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করে। একই অবস্থা নদীর পূর্ব পাড়েও। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো উভয় পাড়েই যেন অবৈধ দোকানপাট ও রিকশা স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়। তবে দোকানদারদের যাতে ক্ষতি গ্রস্থ না করা হয়। আমাদের প্রধানমন্ত্রীও চান না যে, যারা রাস্তার পাশে বসে তাদের পূর্নবাসন না করে সরাতে। ওই সকল দোকানদারদের মধ্যে যারা সত্যিকারের অসহায়, দরিদ্র এবং বৃদ্ধ রয়েছে তাদেরকে প্রয়োজনে সহযোগীতা করা হবে।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের আসন্ন লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিম ওসমান এ অনুরোধ করেন। যার পরিপ্রেক্ষিতে এসপি হারুন অর রশিদ বন্দর ও সদর থানার ওসি কে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন তবে কাউকে যেন ক্ষতিগ্রস্থ না করা হয় সেই বিষয়টিও খেয়াল রাখার কথা বলেন।
জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, স্নান উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাসুদেব চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার সহ অন্যান্য হিন্দু নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটে ফেরীতে যানবাহন ও মানুষ সাধারণ যাত্রীদের উপর বাড়তি টোলের বোঝা না চাপাতে উক্ত ঘাটটি টেন্ডার না দিতে সড়ক ও জনপথ নারায়ণগঞ্জ অধিপ্তরে মৌখিক প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে লিখিত ভাবে ডিও প্রদান করবেন।