নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেছেন, বঙ্গবন্ধু যেমন খেলাধূলাকে ভালবাসতেন, প্রধাণমন্ত্রীও সেরূপ ভালবাসেন। আর তাই খেলাধূলাকে সর্বোচ্চ প্রাধাণ্য দিয়ে যাচ্ছেন। উপমহাদেশের এক সময়কার কিংবদন্তী ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার পরিবারকে ফ্ল্যাট দেয়ার বিষয়টি একটি অন্য দৃষ্টান্ত। প্রধাণমন্ত্রী চান যুবকরা খেলাধূলায় লিপ্ত থাকলে মাদক তাদেরকে কখনোই গ্রাস করতে পারবেনা। সুতরাং অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ছেলে-মেয়েদেরকে ঘরে বন্দী করে রাখবেন না। তাদেরকে খেলাধূলায় সুযোগ করে দিবেন।
শুক্রবার বিকেল ৩টায় বন্দরের চৌরাপাড়াস্থ সোমবাড়িয়া হাটের মাঠে চৌরাপাড়া যুব সংঘ আয়োজিত টিভিকাপ ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যডাভোকেট দিপু আরো বলেন, সংসদ নির্বাচন অতি নিকটে উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৫ আসনে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। বন্দর থানা আওয়ামীলীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক মোঃ শাহজালাল মেম্বারের সভাপতিত্বে ও ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল আমিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধাণ আলোচক হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক মো. শহীদুল্লাহ মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ,বন্দর থানা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. শাহাজাহান মোল্লা, যুবলীগ নেতা গোলাম মোস্তফা ভূইয়া, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো. শাহজাহান মোল্লা, নূরুজ্জামান ইসলাম বাদশা, মো. শহীদুল ইসলাম রনি, এ্যাডভোকেট ওয়ালীউল্লাহ, স্বপন সূত্র ঘোষ প্রমুখ।