নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, খান সাহেব ওসমান আলীর ছেলে মামুন সারোয়ার ওরফে ননী এর নামাজের জানযা সম্পন্ন হয়েছে । শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় চাষাড়া বায়তুল আমান মসজিদের (রেলওয়ে মসজিদ) সামনের সড়কে জানাযা শেষে মাসদাইর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। নামজের জানাযায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ ।
উল্লেখ্য, শুক্রবার (০১ মার্চ) রাত ১০টার দিকে তিনি তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ননী সারোয়ার অনেকদিন যাবৎ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।