নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, খান ওসমান আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সারোয়ার ওরফে ননী (৬৯) এর কুলখানী বা চেহলাম উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ সোমবার বাদ যোহর ঐতিহ্যবাহি বাইতুল আমান ও রাইফেল ক্লাবে পরিবারের পক্ষ হতে প্রয়াত ননী সারোয়ারের ৪ দিনের কুলখানী দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় মরহুমের ভাতিজা নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান, রাইফেল ক্লাব এর সাধারন সম্পাদক খালেদ হায়দার কাজল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, মহানগর আওয়ামলীগের সহ-সভাপতি এড. ওয়াজেদ আলী খোকন, আওয়ামীলীগ নেতা নিয়াজুল ইসলাম, সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি রবিউল হোসেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আওয়ামীলীগ নেতা হাজী কালাম,লাভলু,অসিম, ঘোষ,টুকু, কাউন্সিলর নাজমুল আলম সজল, মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমার লিটন, শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে এ সময় ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, যুবলীগ নেতা ইমন, আখি, কালের কন্ঠ জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক দিলীপ, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান আরিফ, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খ.মাসুদর রহমান দিপু ও ওসমান পরিবারের অসংখ্যক আত্মীয়-স্বজন দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত শুক্রবার রাত ১০টায় নিজ বাসভবনে অতিহ্যবাহি বায়তুল আমানে প্রয়াত খান সাহেব ওসমান আলীর ছেলে ননী সারোয়ার মৃত্যু বরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রি, ১ ছেলে ২ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ গুনগ্রাহী রেখে গেছেন।