নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের খানপুরে সদর মডেল থানার এ এস আই সামসুজ্জামান ও তাঁর ফোর্সসহ গোপন সংবাদে ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
৩ এপ্রিল মঙ্গলবার রাত ১২.১০ ঘটিকায় বিশেষ টহল অভিযান ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২৬ পিস ইয়াবা (যার ওজন মূল্য আনুমানিক ৮ হাজার টাকা) সহ তাদের আটক করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন, শীর্ষ মাদক সম্রাট সর্দারপারা খানপুর হিরা (৩২) পিতা, মশিউর রহমান বাবুল কমান্ডার ছেলে। মিরাজ (৩২) পিতা মো. শফীউল্লাহ সাং গোদনাইল, সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ (ভাসমান) । রিপন পিতা নুর মোহাম্মদ সাং খানপুর সদার পাড়া নারায়ণগঞ্জ (ভাসমান) কে গ্রেফতার করা হয়েছে।
এই মামলায় সাক্ষী হিসেবে নেয়া হয়, ক. ইকবাল হোসেন (২৮) পিতা মৃত নজরুল ইসলাম দেওভোগ পাক্কা রোড। খ. রাজন সাহা পিতা সুবাস সাহা, নতুন পালপাড়া। এ বিষয়ে সদর মডেল থানায় জিডি করা হয়, জিডি নং ৪৯ ।