নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর থানাধীন ১নং রেলগেইট কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) নিতাইগঞ্জ থেকে নারায়নগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদেম সানাউল্লাহর নেতৃত্বে হাজারো নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিল কেন্দ্রীয় বাস টার্মিনালের সভায় উপস্থিত হয়। এসময় সকল নেতকর্মীর মুখে লাঙ্গলের স্লোগানে মুখরিত হয়ে উঠে সভাস্থল।
মিছিলে আরো উপস্থিত ছিলেন, কার্যকরী সভাপতি ইব্রাহিম, সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন টিয়া, সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, ফিরোজ আলম বকুল, এনায়েত হোসেন সাজ্জাদ, সেন্টু, আওলাদ, মুক্তার, জুয়েল প্রমূখ।