নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে আলোচিত ৭ খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন ও তার তিন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা ৭টি মামলায় সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
নূর হোসেন ও তার সহযোগীদের কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় আনা হয়েছিল। আদালত পাড়ায় ছিল বাড়তি নিরাপত্তাও। সাত মামলার অন্য আসামিরা হলেন- সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ্যডভোকেট জাসমিন জানান, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সাতটি মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।