কৌশলগত কারনেই উঠান বৈঠক করছি না : কাসেমী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের ধানের শীর্ষ প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, সময় আমাদের অনুকূলে নেই। প্রশাসন আমাদের কর্মী-সমর্থকদের আটক করছে। পোষ্টার লাগাতে দিচ্ছে না। প্রচারনা চালাতে বাঁধা দিচ্ছে। ধানের শীষের গনজোয়ার দেখে বর্তমান জালিম সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে লেলিয়ে দিয়েছে আমাদের উপর। তাদের হাত থেকে আমার কর্মীদের বাঁচাতেই আমাকে একটু ভিন্ন কৌশল অবলম্বন করতে হচ্ছে। আর এই কৌশলগত কারনেই উঠান বৈঠক করছি না। কিংবা নির্দৃষ্ট তারিখ দিয়ে কোন এলাকায় প্রচারনা চালানো সম্ভব হচ্ছে না। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে নবীনগর, মুসলিমনগর এলাকায় প্রচারনা শুরুর আগে নিজ কর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন ।

সম্প্রতি কিছু মিডিয়ায় সংবাদ প্রচার হয় যে, কাসেমীর সাথে নেতা-কর্মীদের যোগাযোগ নেই। তিনি একা একা হাঁটছেন। বিএনপির নেতা-কর্মীরা রাগে ক্ষোভে তার সাথে মাঠে কাজ করছেন না এমন সংবাদের প্রেক্ষিতে মনির হোসাইন বলেন, নেতা থেকে শুরু করে প্রতিটি কর্মীর সাথে আমার যোগাযোগ আছে। অনেকের নামে আগের কিছু মিথ্যা মামলা আছে, আবার ওয়ারেন্ট ইস্যুও হয়েছে। এখন প্রকাশ্যে মাঠে নামতে গেলে গ্রেপ্তার হতে পারে। আর এ মুহুর্তে গেপ্তার হওয়াটা দলের জন্য ক্ষতি।

তাই আমিই তাদেরকে প্রকাশ্যে মাঠে নামতে বারন করেছি। এটা আমাদের কৌশল। আর জেলা ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানার শীর্ষ নের্তৃবৃন্দর সাথে আমার নিয়মিত কথা হচ্ছে। তাদের পরামর্শ নিয়েই আমি মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছি। আমরা এমন সময় মাঠে নামবো যখন আর কেউ আমাদের নেতা-কর্মীদের আটক করার কিংবা হামলা করার সাহস পাবে না।

তিনি আরো বলেন, প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির আলাদা দর্শন কিংবা কৌশল থাকে। আমার নিজস্ব একটা কৌশল আছে। আমরা সে কৌশলেই এগিয়ে যাচ্ছি। আমাদের জয় কেউ ঠেঁকিয়ে রাখতে পারবে না। ৩০ ডিসেম্বর জয় নিয়েই আমরা বীরের বেশে ফিরবো ইনশাহ আল্লাহ।

নির্বাচনের সময় ক্যাম্প বানানো থেকে শুরু করে পোষ্টার লাগাতেও কর্মীরা টাকা নিয়ে থাকে। কিন্তু আমার কর্মীরা নিজেদের উদ্যেগেই কাজ করছে উল্লেখ করে মনির হোসাইন কাসেমী বলেন, আমার কর্মীরা নিজেদের টাকা খরচ করে ক্যাম্প বানাচ্ছে। কাশীপুর বাংলাবাজারে ও নবীনগরে দুইটি ক্যাম্প বানিয়েছিল বসে নির্বাচনী কাজ পরিচালনা করার জন্য। কিন্তু হামলা করে সেগুলো ভেঙ্গে দেয়া হলো। লুট করা হলো টিভি। কর্মীদের আহত করা হলো। নবীনগর ক্যাম্পে বসে থাকার কারনে পুলিশের অতি উৎসাহী কিছু সদস্য তাকে আটক করলো। পরে এলাকাবাসী তাকে আর থানায় নিতে দেয়নি। এভাবে পুলিশ আমার কর্মীদের উপর ভীতি ছড়াচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আপনারা জনগনের সেবক হিসেবে দায়িত্ব পালন করুন। কোন দলের প্রতি অতিমাত্রায় অনুগ্রহ দেখাবেন না।

add-content

আরও খবর

পঠিত