কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে না.গঞ্জ ছাত্র সমাজের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজের নব নির্বাচিত সভাপতি ইব্রাহিম খান জুয়েল ও সাধারণ সম্পাদক মো. আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র সমাজের আহবায়ক শাহাদাত হোসেন রূপু, মহানগর ছাত্র সমাজের আহবায়ক শাহ আলম সবুজ, জেলা কমিটির সদস্য সচিব রবিউল আউয়াল, মহানগরের সদস্য সচিব ফয়সালউল্লাহসহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

এ সময় নতুন সভাপতি সম্পাদক নারায়ণগঞ্জ কমিটির নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং আগামী দিনে সাংগঠনিক কর্মকান্ডে গতিশীল হওয়ার পরামর্শ প্রদান করেন।

add-content

আরও খবর

পঠিত