কুয়েতের ইন্টেরিয়র মন্ত্রণালয় সেবার ফি বাড়ানোর পরিকল্পনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রবাসী বার্তা ) : কুয়েতের ইন্টেরিয়র মন্ত্রণালয় তার সব ধরণের মন্ত্রণালয় সেবা এবং রেসিডেন্সি সেবার ফি বাড়ানোর সিদ্ধান্ত পরবর্তী সংসদ অধিবেশনে অনুমোদন করে নেয়ার পরিকল্পনা করছে। আবাসন বিভাগের পরিচালক মেজর জেনারেল তালাল মারাফি বলেছেন, কুয়েতে ভিসার মেয়াদের অতিরিক্ত সময় থাকার যে জরিমানা সেটাও দ্বিগুন করার পরিকল্পনা আছে। বর্তমানে ভিসার মেয়াদের অতিরিক্ত প্রত্যেক দিন থাকার জরিমানা ২ কুয়েতি দিনার। নতুন সিদ্ধান্ত অনুমোদন হলে সেটা প্রতি দিনের জন্য হবে ৪ কুয়েতি দিনার।

মারাফি তার পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেননি। বর্তমানে যেসব বিদেশী কুয়েতে তাদের ভিসার মেয়াদের অতিরিক্ত সময় থাকে তাদের প্রতিদিন ২ কুয়েতি দিনার হিসেবে জরিমানা গুনতে হয়। যতদিনই থাকুক এই জরিমানার সর্বোচ্চ সীমা ৬০০ কুয়েতি দিনার। কেউ যদি ভ্রমণ ভিসায় কুয়েতে গিয়ে অতিরিক্ত সময় থাকে সেক্ষেত্রেও জরিমানা বাড়বে কি না সেটাও পরিষ্কার করেননি মারাফি। বর্তমানে ভ্রমণ ভিসায় কুয়েতে যাবার পর মেয়াদের অতিরিক্ত প্রতিদিনের ক্ষেত্রে ১০ কুয়েতি দিনার জরিমানা হয় এবং এই জরিমানার সর্বোচ্চ সীমা ১০০০ কুয়েতি দিনার। জরিমানার এসব বিষয়ে বিস্তারিত না বললেও, পলাতক বিদেশী শ্রমিকদের যারা আশ্রয় এবং কাজ দেবে তাদের শাস্তি আরো বাড়বে বলে নিশ্চিত করেছেন তিনি।

প্রবাসীদের স্ত্রী এবং সন্তানদের স্পন্সর করে কুয়েতে নেয়ার ক্ষেত্রে যে বেতন সীমা নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন শুরু করেছে কুয়েতের আবাসন দপ্তর। আগে কারো মাসিক উপার্জন ২৫০ কুয়েতি দিনার হলেই সে তার স্ত্রী এবং সন্তানদের স্পন্সর করতে পারতো। বর্তমানে তা বাড়িয়ে ৪৫০ কুয়েতি দিনার করা হয়েছে। বলা হয়েছে, কুয়েতে অদক্ষ বিদেশী শ্রমিকের সংখ্যা কমাতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। মেজর জেনারেল মারাফি আরও বলেছেন, অদক্ষ শ্রমিকের সংখ্যা কমাতে আরো কিছু পদক্ষেপ নেয়া হবে।

বর্তমানে কুয়েতে ১৩ লাখ কুয়েতি নাগরিক এবং ৩০ লাখের মতো বিদেশী নাগরিক বসবাস করে। এই বিদেশী নাগরিকদের বেশিরভাগই এশিয়ান এবং তার তিন ভাগের এক ভাগই ভারতীয়। নানা ধরণের সামাজিক সমস্যা যেমন অতিরিক্ত যানজট, বেকারত্বসহ অন্যান্য সমস্যাগুলোর কারণে কুয়েতে সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী বিদ্বেষী এবং বিদেশী বিদ্বেষী মনোভাব জেগে উঠছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত