নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাষ্ট, মোল্লা সল্টে ও ইপিলিয়ন ফাউন্ডেশন সহায়তায় কুমুদিনী উত্তর ও দক্ষিন বাগানের ৬০০ পরিবারকে সামাজিক দূরত্ব রক্ষা করে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ও বিকালে মোট দুই দফায় কুমুদিনী উত্তর ও দক্ষিন বাগানের ৬০০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রথম দফায় সকাল ১০ টায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের জেনারেল ম্যানেজার সহ কর্মকর্তাগনের উপস্থিতিতে ৪০০ পরিবারকে ও দ্বিতীয় দফায় বিকেল সাড়ে ৩টায় কুমুদিনী দক্ষিন বাগানের ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা ১৩নং ওয়ার্ডের প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী পৌছে দিতে পেরেছি। সরকারি ত্রাণ বিতরণ বিধি অনুযায়ী সরকারি ও বেসরকারি ত্রাণ সমন্বয় করে ত্রাণ বিতরন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।