কুমিল্লা আই. সি. টি. ক্লাবের আত্ন প্রকাশ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কুমিল্লা প্রতিনিধি ): তথ্য , যোগাযোগ ও প্রযুক্তি এবং গবেষনা বিষয়কে সামনে রেখে এক ঝাক তরুন  প্রযুক্তিবিদদের নিয়ে কুমিল্লায় গঠিত হয়েছে কুমিল্লা আই. সি. টি.  ক্লাব নামে একটি সংগঠন। ৭ই মার্চ সকালে মোগলটুলীতে ফুড ইন হ্যাবেন নামে একটি রেস্টুরেন্টের মিলনায়তনে কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে  কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মত ভাবে কুমিল্লা আই সি,টি ক্লাবের কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ওমর ফারুকী তাপস,সহ সভাপতি পদে রয়েছেন- মোঃ জানে আলম দুলাল, সহ সভাপতি শাহ মুজিবুর রহমান,মোঃ রাসেল ও ওমর কাইয়ূম পলাশ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, সৈয়দ হাবিবুর রহমান সজিব, সহ সাধারণ সম্পাদক সৈয়দ তানভির আহমেদ নয়ন,ও কাজী সিহাব শুভ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন,সাইফুল ইসলাম বাবু, সহ সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ মাইনুল ইসলাম ও অজিত কুমার দাস। তথ্য,যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী সামসুল আলম রাজন,সহঃ ওমর শারিদ বিধান,অমিত মজুমদার। প্রচার সম্পাদক মোঃ রিমন হোসেন,সহ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আবির। এছাড়া অন্যান্য আরো পদ সমূহ পরবর্তিতে আলোচনা করে পদায়ন করা হবে।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জ্ঞান সম্পন্ন প্রতিভাবানদের খুজে বের করে  এই সংগঠনের সাথে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। নতুন এই কমিটি ঘোষনা করেন কুমিল্লা আই, সি, টি  ক্লাবের উপদেষ্টা কবিরুল ইসলাম শিকদার।  — প্রেস বিজ্ঞপ্তি।

add-content

আরও খবর

পঠিত