নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার আন্তর্জাতিক নীতি ও আদর্শ বিসর্জন দিয়ে শাসিত কাশ্মীরের জনগণের নাগরিক ও মানবিক অধিকার হরণ করে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দিয়ে লক্ষ লক্ষ সেনাবাহিনী মোতায়েন ও ১৪৪ ধারা জারি করে গোটা কাশ্মীরকে কারাগারে পরিণত করেছে। সমগ্র বিশ্বের মুসলমান ক্ষোভে ফেটে পড়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের কাশ্মীরের দ্বীনি ভাইদের রক্তাক্ত পরিস্থিতি মেনে নিতে পারি না। ভারতের কাশ্মীরের স্বাধীনতা রুখা যাবে না। কাশ্মীরের জনগণ ভারতের আধিপত্যবাদ কোন দিন মেনে নিবে না। ৯ আগস্ট শুক্রবার বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে নগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহর সভাপতিত্বে জেলা সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের পরিচালনায় কাশ্মীরে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মুফতী মাসুম বিল্লাহ এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, জুলুম-নির্যাতন চালিয়ে মুসলমানের আজাদী আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। কাশ্মীর থেকে মুসলিম নিধনের স্বপ্ন সফল হবে না ইনশা আল্লাহ। সমস্ত বিশ্বের মুসলিম উম্মাহর কাশ্মীরের জনগণের সাথে রয়েছে। যদি গণহত্যা অব্যাহত রাখে তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসাবে কাশ্মীরিদের পক্ষে অবস্থান করতে হবে।
এ সময় মিছিলে আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি নূর হোসেন, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি ডা. মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আলহাজ¦ শেখ হাসান আলী, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহা. ইমদাদুল হক প্রমুখ নেতৃবৃন্দ।