কাশেম-টনিক জুঁটিকে হারিয়ে ক্যারামে চ্যাম্পিয়ন বিমল-লিখু জুঁটি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো আলহাজ্ব মো. আমিনুল ইসলাম স্মৃতি সংসদ ক্যারাম প্রতিযোগীতা ২০১৯ইং এর ফাইনাল খেলা।

১৩ জানুয়ারী রবিবার নগরীর নতুর পালপাড়া এলাকায় এই ক্যারাম প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. জহিরুল ইসলাম মুকুল এর উদ্যোগে আয়োজিত আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম স্মৃতি সংসদ ক্যারাম প্রতিযোগীতার ফাইনালে কাশেম-টনিক জুঁটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিমল-লিখু জুঁটি।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন টিমকে পুরুষ্কার বিতরণ করেন নতুন পালপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক শফিকুল ইসলাম লিটন। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক হাজ্বী নাজিমুদ্দিন নাজিম ও ফয়জুল ইসলাম রুবেল প্রমুখ।

টুর্নামেন্টে দু’টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০টি দল অংশগ্রহন করে। গ্রুপ (এ) তে অংশগ্রহনকারীরা হলেন : মহসীন-ফারুক, মিঠু-আসাদ, টিটু-লিটন, লিখু-বিমল ও মুকুল-হারুন জুঁটি।

গ্রুপ (বি) তে অংশগ্রহনকারীরা হলেন : শংকর-মনা, লিখন-সোবহান, বশির-আলী, কাশেম-টনিক ও শাহীন-বাদল জুঁটি। পুরো টুর্নামেন্টটি লীগ ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টে রেফারীর দায়িত্ব পালন করেন মো. কাইয়ুম কানন এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন টুর্নামেন্টের আয়োজক মো. আসাদুজ্জামান শাহীন।

add-content

আরও খবর

পঠিত