নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : সারাদেশ ব্যাপী বিএনপি – জামায়েতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে মরহুম শাহীন আলী ফাউন্ডেশনের উদ্যোগে একটি বিশাল মিছিল সমাবেশ স্থলে যোগদান করে। শনিবার ( ১১ই ফেব্রুয়ারী ) বিকালে কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের মাঠে শান্তি সমাবেশ সফল করতে শাহীন আলী ফাউন্ডেশনের মিছিলে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ সেলিম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান, ২নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম দেওয়ান, আসিফ মোহাম্মদ অপু, কবির হাওলাদার, মোঃ খোকন, মোঃ মনির ও মোঃ সৈকত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।