নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দেশব্যাপী আলোচিত করোনা যোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বিরুদ্ধে আইসিটি আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে নগরবাসী ও কর্মী সর্মথকরা। এ সময় করোনা যোদ্ধার খোরশেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের কর্মসূচীতে সাধারন জনতার ঢল দেখা যায়। ২৪ই মে সোমবার বিকালে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাফরুল্লাহ খান চেঙ্গিস। মানববন্ধন শুরুর ১৫ মিনিটের মধ্যে প্রেসক্লাব থেকে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যায়। জনতার ঢলে এ সময় একপাশের সড়ক বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশ সদস্যরা এসে বাধা দিলে নগরবাসী ও কর্মী সর্মথকদের চাপে তারা মানববন্ধন করতে মৌখিক অনুমতি দেন।
মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ নানা শ্রেণীপেশার কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে যৌথ সঞ্চালনা করেন ১৩ নং ওয়ার্ডের সরকার আলম ও মাসুদ রানা।
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাস, শ্রমিক নেতা মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, প্রফেসর অধ্যাপক মনিরুল ইসলাম, সামসুর রহমান খান বেনু, নুরুল হক চৌধুরী দিপু, আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন, রহিমা শরীফ মায়া, পপি রাণী সরকার, নিজাম মুন্সী, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, অ্যাডভোকেট শিপলু, আমানউল্লাহ আমান, শাহাবুদ্দিন খন্দকার, আশরাফুল ইসলাম রিপন, মাহবুবুর রহমান, আকমল সরকার আবুল হোসেন পটল, আমির হোসেন প্রমুখ।
এ সময় সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বোরহান সরকার বলেন, করোনাকালে যখন মা ছেলেকে চিনতো না, ছেলে বাবাকে চিনত না তখন এই খোরশেদ করোনা রোগীদের আপনজন হয়ে তাদের জন্য কাজ করেছেন। আজকে তার নামে এমন মিথ্যা মামলা দেয়া হয়েছে। আমি শিউলিকে বলতে চাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন। নয়তো মানুষ আপনাকে প্রত্যাহার করবে। আমি যতদূর জানি আপনার ইতোমধ্যে ৫টি বিয়ে করেছেন। আপনি আপনার আরেক স্বামীকে নারী নির্যাতন মামলা দিয়েছেন। তারিকুল রহমান স্বপন সেই ব্যাক্তির নাম। তার সাথে এখনও আপনার ডিভোর্স হয়নি। আপনার পেছনে থেকে কে বা কারা কলকাঠি নাড়ছে তা ও প্রকাশ পাবে। আপনি ছাড় পাবেন না। অবিলম্বে আপনার এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিন।
মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনোয়ার বলেন, খোরশেদের মত একজন জনপ্রিয় জনপ্রতিনিধির বিরুদ্ধে যেই খেলা চলছে এর পেছনে নিশ্চয়ই কোন কুচক্রী মহল জড়িত। আমরা প্রতিদিনই পত্রিকায় নারী নির্যাতনের খবর দেখি, রুখে দাড়াই। আজকে আমি সকলকে অনুরোধ করবো আজকে আমাদের পুরুষ নির্যাতনের বিরুদ্ধেও সোচ্চার হতে হবে। এরুপ নারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাড়ান।
সদর উপজেলার চেয়ারম্যান আজাদ বিশ্বাস বলেন, মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তাতে শুধু সেই নারী জড়িত নয়। শুধু ওই নারীকে আমরা অপবাদ দেব না। অতীতেও একটি মহল তৈমুর-খোরশেদের সুনামকে নষ্ট করতে চেয়েছে। মনে রাখবেন বিলক্লিন্টন ও জিন্নাহর মত নেতাদের বিরুদ্ধেও নারী কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছিল। ইতিহাস থেকে তাদের মুছে ফেলা যায় নি।
যারা মনে করেন এমন কার্যকালাপের দ্বারা খোরশেদের সুনাম নষ্ট করবেন তারা মগের মুল্লুকে বাস করছেন। সাংবাদিকদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা সত্য উদঘাটন করুন। ভুল তথ্য আপনারা উপস্থাপন করবেন না।
মানববন্ধনের সভাপতি জাফরুল্লা খান চেঙ্গিস বলেন, খোরশেদ আলম খন্দকার কোন আওয়ামী লীগ-বিএনপির নয়। খোরশেদ নারায়ণগঞ্জের আপামর জনসাধারণের। খোরশেদ মৃত্যুকে জয় করে সাধারণ জনগনকে নিয়ে এগিয়ে যাচ্ছে। তার জন্য দলমত নির্বিশেষে প্রয়োজনে আমরাও রাজপথে থাকবো। এ সময় সকলেই খোরশেদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।