নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : কাউন্সিলররা কিশোর গ্যাংদের সহযোগীতা করছে এমন মন্তব্য করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, বর্তমানে নারায়ণগঞ্জে কিছু উঠতি বয়সের ছেলে স্কুলে না গিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ইভটিজিং করছে। পরবর্তীতে এইসব ছেলেরাই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের সাথে মিশে যাচ্ছে। তাদের দিয়ে মাদক চালান করানো হচ্ছে আর এই কিশোর গ্যাংদের সহযোগীতা করছে কিছু ওয়ার্ড কাউন্সিলর তাদের নামের লিস্ট আমাদের কাছে আছে। এসব ওয়ার্ড কাউন্সিলররা মাদক ব্যবসা করে কিনা তা আমাদের কাছে তথ্য আসে। তারা এই কিশোর গ্যাংকে ইউজ করতে চায়। এই রকম ছেলেদের ব্যাপারে যদি কোন তথ্য আপনাদের কাছে থাকে আমাদের দিবেন। আইনি প্রক্রিয়ায় যদি কেউ দোষী প্রমাণিত হয় কোন ওয়ার্ড কাউন্সিলর, মেম্বার সে যেই পদে থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। আমরা কাউকে ছাড় দিয়ে কাজ করবো না। ২৬ অক্টোবর শনিবার বেলা ১২টায় চাষাঢ়ায় শহীদ মিনারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী যে ভাইয়ের লোকই হোক তাকে ছাড় দেওয়া হবে না। এ সকল ব্যবসায়ীদের খবর পেলেই পুলিশকে খবর দিবেন। এরপর যদি কোন পুলিশ তাৎক্ষণিক কোন ব্যবস্থা না নেয় তাহলে সেই পুলিশের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে পুলিশকেও ছাড় দেয়া হবে না।
এসময় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, নারায়ণগঞ্জের কোন এমপি, মন্ত্রী আমাকে বলে নাই আমার কোন লোক মাদক ব্যবসা ও ভূমিদস্যুতা করলে তাকে ছাড় দিবেন। তাহলে আপনাদের কিসের ভয়। পুলিশকে কারো কাছে লিজ দেয়া হয় নাই। পুলিশ পুলিশের মত কাজ করবে। পুলিশ আইজি একমাত্র প্রধানমন্ত্রীর কথায় চলবে আর কারোর কথায় নয়।
এদিকে এর আগে সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি বনাঢ্য র্যালি বের হয়ে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাপ্ত ঘটে।
এছাড়া বিকাল ৪টায় জেলা পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশ ফতুল্লা থানা ও জেলা পুলিশের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি ১-১ গোলে ড্র হয়। পুলিশ সুপার হারুন অর রশিদ একটি গোল করেন। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পরবর্তীতে সন্ধ্যা ৭টায় সদর থানা কমিউনিটি পুলিশ ও জেলা পুলিশ নারায়ণগঞ্জ এর মধ্যে একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান, ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, কমিউনিটি পুলিশিং মহানগরের সভাপতি মো. সোলায়মান, সমাজসেবক ও শিক্ষানুরাগী লায়ন মো. মোজাম্মেল হক, জেলা কমিউিনিটি পুলিশিংয়ের সহ সভাপতি এটিএম মোস্তফা কামাল প্রমুখ।