কর্মদক্ষতায় পূজা উদযাপন কমিটির সম্পাদক নির্বাচিত হলেন শিপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নিজের কর্মদক্ষতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন শিখন সরকার শিপন। ২৭ জুলাই শনিবার বেলা সাড়ে ৩টায় নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ জেলা মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এই নাম ঘোষনা করা হয়।

এর আগে সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত। অ্যাডভোকেট খোকন সাহার সভাপতিত্বে দ্বিবার্ষিকী সম্মেলনে নারায়ণগঞ্জ আসনের এমপি একেএম শামীম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলন সমাপ্তি পর্বে এমপি একেএম শামীম ওসমান দীপক কুমার সাহাকে সভাপতি শিখন সরকার শিপনকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা কমিটি এবং অরুন কুমার দাশকে সভাপতি উত্তম কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটির নাম ঘোষণা করেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যরা ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানায়।

প্রসঙ্গত, এর আগে মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্বপালন করেছেন শিখন সরকার শিপন। হিন্দু সম্প্রদায়ের সকল কাজে সুখেদু:খে ঝাপিয়ে পড়েছেন তিনি। এছাড়াও হিন্দুমুসলিম সহ সকল ধর্মের মধ্যে ঐক্যবদ্ধ কার্যকক্রমে অপরিসমীম ভূমিকা রেখেছেন জেলা কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। এছাড়াও তিনি অসহায় গরীবদের আর্থিক সহযোগিতা সহ নানা রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শীতকালে গরীব দু:স্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ এবং অসহায় গরীবদের নানা রকমের সমস্যা সমাধানে ভূমিকা রয়েছে তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যকালে তিনি বলেছেন, নারায়ণগঞ্জে খেলা চলছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি। এই ঘাঁটিকে ভাঙ্গার জন্য অনেকে মিলেই খেলা খেলছেন। যেহেতু অনেকে মিলেই খেলা খেলছেন হয়তো আমাকে রাস্তায় নামতে হবে। যারা খেলছেন তাদের উদ্দেশ্য বলি, বয়স ৫৮ বছর হয়ে গেছে, মানসিকভাবে এখনও ১৮ বছর রয়ে গেছে। আমরা যখন খেলতে নামবো তখন আমরা কাউকে মানবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কাউকে মানি না আর মানবো না। তিনি আরো বলেন, আমি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান শব্দগুলোকে খুব ঘৃণা করি। এসব বিষয়ে কেন কথা বলা হবে। এসব বিষয় নিয়ে তখনই কথা হয় যখন আপনি নিজেকে সংখ্যালঘু ভাববেন। এজন্য আপনি নিজেই দোষী। কেন চিন্তা করবেন আপনি সংখ্যালঘু। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙ্গালী। আমি আমার ধর্মকে ভালবাসি। আপনি আপনার ধর্মকে ভালবাসেন। যারা পরকাল বিশ্বাস করে না তারাই ধর্মকর্ম মানে না।

শামীম ওসমান বলেন, কোথাকার কোন প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করছে। ডোনাল্ড ট্রাম্প কে ? ডোনাল্ড ট্রাম্প কি বাংলাদেশের কর্তা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রভু না, বাংলাদেশের প্রভু হচ্ছে দেশের জনগণ। এর সেই জনগণ গার্ডেন বানিয়েছে জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে। কারও জবাব দেয়ার জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন নাই। সবাই যখন এটাকে সমস্যা মনে করছে, তখন আমি দেশে ছিলাম না, আমার আফসোস। ওই মহিলা নিজ থেকে বলে নাই, কারো থেকে শিক্ষা নিয়ে এসব কথা বলছেন। বাংলাদেশে কিছু শ্রেণী আছে সুশীল শ্রেণী কুশীল শ্রেণী। আমরা কুশীল আর কেউ সুশীল। তারা নিজেদেরকে সুশীল দাবি করে। বাংলাদেশে সুশীল কুশীলের খেলা চলছে। সামনে আরও খেলা আছে। ব্যক্তিগত স্বার্থেও এসব কথা বলে থাকতে পারে। গোয়েন্দা সংস্থারও হাত থাকতে পারে। যে গোয়েন্দা সংস্থা বিশ্বে বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে রাখে।

দ্বিবার্ষিকী সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) এড.ওয়াজেদ আলী খোকন, হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, কেন্দ্রীয় পূজা পরিষদের উপদেষ্টা শংকর চন্দ্র দে, লাঙ্গলবন্দ স্নান কমিটির সভাপতি সরোজ কুমার সাহা, সুজিত সাহা, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন প্রধান, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, মহানগর পূজা কমিটি সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, নারায়ণগঞ্জ সদর উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক রঞ্জিত মন্ডল, সদস্য সচিব অরুন কুমার দাশ, বন্দর কমিটির সভাপতি শংকর কুমার দাশ, সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, সাধারণ সম্পাদক খোকন বর্মণ, সোনারগাঁ কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক এড. প্রদীপ ভৌমিক, রূপগঞ্জ কমিটির সভাপতি গনেশ পাল, সাধারণ সম্পাদক পরিমল আড়াইহাজার কমিটির সভাপতি হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক সহ প্রমুখ

add-content

আরও খবর

পঠিত