করোনা পরিস্থিতিতে ২০২০ সালটিতে না.গঞ্জবাসীর ব্যতিক্রম ঈদ পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রিফাত ) : করোনাকালীন পরিস্থিতিতে ২০২০ সালটিতে নারায়ণগঞ্জ বাসীকে কার্যত লকডাউনের মধ্যেই সকলকে স্বাস্থ্য বিধি মেনে মসজিদে নামাজ আদায় সহ বিভিন্ন দিক-নিদের্শনা মেনে ব্যতিক্রম ঈদ পালন করেছেন। অনেকেই আবার ঘরবন্দি ঈদ কেটেছিলো। তবে ঈদকে কেন্দ্র করে ঈদের বিকালে অনেকেই মৃত্যু-ভয়কে তুচ্ছ করে পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলো। যদিও সে সময় প্রয়োজন ব্যতিত ঘরেই বাইরে বের হওয়া নিষেধ ছিল।

তাছাড়া করোনাকালীন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের ২০২০ সালটিতে একেবারেই ছুটি ছিল না। করোনাকালীন এ সময়ে একেবারে সম্মুখে থেকে মানুষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, যানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ঈদে নগরবাসীতে স্বস্তি দিতে যুদ্ধ করতে হয় তাদের। করোয়ার শুরু থেকেই সামাজিক দূরত্ব নিশ্চিত, লকডাউন নিশ্চিত ও মানুষের সেবায় খাদ্য সামগ্রী বিতরণসহ নানা রকম ভাবে কাজ করতে হয়েছে পুলিশ সদস্যদের। এ কাজে সরাসরি অংশ নিতে গিয়ে শতাধিক পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছিলো এবং মৃত্যু বরণও করতে হয়েছে। করোনায় পুলিশ সদস্যরা করোনায় আক্রান্ত হলেও পুলিশ  কর্মকর্তাদের কার্যক্রমের গতি আরো বেড়েছিলো ।

এদিকে করোনাকালীন পরিস্থিতিতে ২০২০ সালটিতে ঈদগাহে হয়নি ঈদের জামাত। প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে হয়েছে ঈদ জামাত। সেখানেই নামাজ আদায় করে দূর থেকেই একে অন্যের সাথে কুশল বিনিময় করে বাড়ি ফিরেছেন।

তবে প্রতি ঈদেই নারায়ণগঞ্জবাসীর উৎসবমূখর পরিবেশ থাকলেও এবার ছিল সুনসান নীরবতা। একেবারেই ব্যস্ত নারায়ণগঞ্জ শহর চাষাঢ়া সড়কগুলো ছিল ফাঁকা। ছিল না তেমন ঈদের উৎসবের আমেজ। নারায়ণগঞ্জবাসীর এমন ব্যতিক্রম ঈদ উদযাপন আগে কখনো করা হয়নি। তবে এবার ঈদে সকলেই পরিবারকে সময় দিয়েছেন এবং পরিবারের সাথে ঘরেই ঈদ উদযাপন করেছেন।

add-content

আরও খবর

পঠিত