করোনার টিকা নিলেন মেয়র আইভী, সবাইকে টিকা নেয়ার আহবান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) নিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ১৫ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) টিকা গ্রহণ করেন তিনি। টিকা নিয়ে মেয়র আইভী নারায়ণগঞ্জ সিটি এলাকার সবাইকে টিকা নেয়ার আহবান জানান।

টিকা (ভ্যাকসিন) গ্রহন শেষে মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি এলাকার সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি। আমি টিকা নিয়েছি এবং সুস্থ্য বোধ করছি। কোন সমস্যা হচ্ছে না। ভয়ের কোন কারণ নেই। টিকা নিয়ে আপনি সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সুরক্ষা করার জন্য ব্যবস্থা নিয়েছেন এই টিকার মাধ্যমে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেলা সার্ভিলেন্স অফিসার ডা. ফারহানা রহমান, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী, পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ প্রমুখ।

এর আগে সকাল সাড়ে ১০টায় করোনার টিকা নেন মেয়র আইভীর মা মমতাজ বেগম ও ভাই মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল।

মেয়র আইভী আরো বলেন, করোনার ভ্যাকিসন নিয়েই যেন আমরা ক্ষান্ত না হয়ে যাই। স্বাস্থবিধিটাও মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। মাস্কটা শুধু করোনার জন্য না, ধুলাবালি থেকে নিজেকে রক্ষার জন্যও পরতে হবে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে দুটি সরকারী হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ম দিনের মতো করোনা ভ্যাকসিন টিকাদান চলছে। মোট ৬টি টিকা কেন্দ্রে ২৪টি বুথে ২ টা পর্যন্ত টিকা দেয়া হয়। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন। অনলাইনে আবেদন পড়েছে ২৫ হাজার।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান, নারায়ণগঞ্জে করোনা ভ্যাকসিনের নিবন্ধন ও টিকা গ্রহনকারীদের সংখ্যা বেড়েছে। ১৪ই ফেব্রুয়ারি রবিবার একদিনে টিকা নিয়েছেন ২৪ শত মানুষ। এ জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন কোভিড পজেটিভ ব্যক্তি। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন রোগী।

add-content

আরও খবর

পঠিত