ককটেল বিস্ফোরনে তিন শিশু আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার কুতুবপুরে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে৷ বুধবার (২ জানুয়ারি) সকালে কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসূলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে৷ আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

ফতুল্লা থানা পুলিশ জানায়, ময়লার ভাগাড় থেকে বল মনে করে ওই তিন শিশু চারটি ককটেল বাসায় নিয়ে গিয়ে খেলতে থাকে৷ খেলার এক পর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়৷ এতে তিন শিশুই আহত হয়৷

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঞ্জুর কাদের জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আহতের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

add-content

আরও খবর

পঠিত