ওয়াসার সমস্যাগুলো সমাধানে কাজ করছে সিটি করপোরেশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : র্দীঘদিন ওয়াসার আওতাধীন থাকার পর নানা কারণে পানি সরবরাহে ভোগান্তি কমেনি জনসাধারণের। মাসে মাসে গুনে গুনে টাকা নিলেও এখানে তেমন কোন উন্নয়নের কাজ করেনি ওয়াসা কর্তৃপক্ষ। তবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। যে কারণে ওয়াসার সকল জটিল সমস্যা সমাধানে কাজ করছে নাসিক কর্তৃপক্ষ। কিন্তু র্দীঘদিনের বৃহত্তর সমস্যা হওয়ায় আগামী দুই বছর লাগতে পারে এর পরিপূর্ণ সমাধানে এমনটাই জানিয়েছেন নাসিক।

এদিকে, শুক্রবার এই পানি সংকটে পড়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছে। এমনিতেই জুম্মাবার। সময় তখন দুপুর ১২টা। হঠাৎ করেই সিদ্ধিরগঞ্জের নাসিক ৬নং ওয়ার্ডের রেললাইন বায়তুল নূর জামে মসজিদের মাইকে মোয়াজ্জেন এর কন্ঠ- প্রিয় মুসুল্লি একরাম, মসজিদের ট্যাংকিতে পানি নাই, আপনারা নিজ দায়িত্বে অজু করে মসজিদে আসবেন। আর এমন ঘোষণা শুনতেই যেন হতাশা বেড়ে গেল। এর কারণ, অনেকেই নাসিকের দেয়া সময়ে পানি মজুদ করেনি। যে কারণে কেউ কেউ অযু কিংবা গোসল করতে পাশের বাড়িতে গিয়ে পানি সহযোগীতা নিয়েছেন। শুধু তাই নয়, বেশ কয়েকটি এলাকার গৃহীনিরা পানির জন্য চরম ভোগান্তি পোহাচ্ছেন গত ৪দিন ধরে। তবে যাদের ডিপ টিউবওয়েল আছে তারা পানি সংকটে পড়ছেন না।

এ ব্যপারে কথা হল ভুক্তভোগী তল্লা এলাকার এক গৃহিনী জানায়, আসলে সময় মত পানি না রাখায় আমাদের এ সমস্যায় পড়তে হচ্ছে । আমরা এটুকু্ই অনুরোধ করবো। যেহেতু এখন সিটি করপোরেশেন আমাদের পানি সরবরাহ করবে, সেক্ষেত্রে দ্রুত ওয়াসার থাকাকালীণ সমস্যাগুলো সমাধান করুক। কারণ তারা যে জটিলতা সৃষ্টি করেছে এরআগে আমরা আরো ভোগান্তিতে ছিলাম। কালো পানি আর নোংরা পানিতে আমাদের কাজ সারতে হতো।

প্রসঙ্গত, গত ২৪ মে সিটি করপোরেশন এক জরুরী বিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে জানায়, ১লা জুন ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই দফায় ৮ ঘন্টা পানি সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিমান পানি সংগ্রহ ও সংরক্ষণ করে ব্যবহার করার জন্য অনুরোধ করেন। নির্দেশনা মতে ১লা জুন ভোর থেকে নতুন নিয়মে পানি সরবরাহ শুরু হয়েছে।

add-content

আরও খবর

পঠিত