ওয়ার্ড ভিত্তিক তালিকা করে মাদক নির্মূল করতে চাই : এসপি আনিসুর রহমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপার মাদক নির্মূলে ফর্মূলা দিয়ে জানান, আমি ওয়ার্ড ভিত্তিক কাজ করতে চাই। সমাজে মাদক ব্যবসায়ী তার ব্যবসা ছাড়বে নয়তো এলাকা ছাড়বে। ওয়ার্ড ভিত্তিক মাদক নিমূর্ল শুরু হলে এ সমাজ থেকে মাদক নিমূর্ল করার কোন কঠিন কাজ নয়। মাদক ব্যবসায়ীরা তখন আর এ সমাজে থাকতে পারবে না।

মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে ফতুল্লা মডেল থানার সভাকক্ষের উদ্বোধন ও ওপেন হাউজডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার এ কর্মসূচী বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এ রকম কর্মসূচী চালু করতে চাই যাতে মাদক ব্যবসা অন্তত ৯৫ শতাংশ নিয়ন্ত্রনে চলে আসে। এ জন্যে প্রতিটি ওয়ার্ডে মিটিং করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করবো। এর সাথে তাদের বাড়ীতে গিয়ে আলটিমেটাম দিয়ে আসতে হবে।  পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতারা একত্রিত হয়ে কাজ করলে এ সমাজ থেকে মাদক নির্মূল করার সম্ভব।

এ সময় তিনি ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদেরকে ফুটপাত দখল মুক্ত করার নিদের্শ প্রদান করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের পিপিএম এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্তি পুলিশ সুপার(ক) সার্কেল ইমরান হোসেন সিদ্দিকী, ওসি (আইসিপি) গোলাম মোস্তফা, ওসি(অপারেশন) মজিবুর রহমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের  সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, নারায়নগঞ্জ সদর পূজা উদযাপন কমিটির নেতা রঞ্জিত মন্ডল, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ্ রাসেল, সাংবাদিক আবদুর রহিম, রনজিৎ মন্ডল, আবুল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লাা প্রেস ক্লাবের সভাপতি এম সামাদ মতিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, যুগান্তর পত্রিকার ফতুল্লা প্রতিনিধি আলামিন প্রধান, দৈনিক যায় যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক জিএ রাজু, ক্রীড়া সম্পাদক নিয়াজ মো. মাসুম, মাসুদ আলম, সদস্য পিয়ার চাঁন, সাংবাদিক, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম সুজন, ফতুল্লা থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ মো. সেলিম প্রধান প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত